ডিপ্লোমা লেভেল এর ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট এ আসার পূর্বে একটু ভেবে আসার অনুরোধ রইলো
আসসালামু আলাইকুম , আইটি বাংলাদেশ এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা ভালো ভাবে পড়াশোনা করছেন। আপনারা অনেকেই ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট এ আইটি বাংলাদেশ এ আসার জন্য আগ্রহ প্রকাশ করছেন। সেটা সত্যি আমাদের জন্য ভালো লাগার বিষয়। তবে কিছু বিষয় আপনাদের কে জানিয়ে রাখা ভালো মনে করছি । আপনারা যদি আইটি বাংলাদেশ এ আসেন তাহলে মন মানুষিকতা একটু পরিবর্তন করে আসার চেষ্টা করবেন। আইটি বাংলাদেশ এর পক্ষ থেকে আপনাদেরকে সেই বিষয় গুলো একটু জানাচ্ছি ১) আপনি জব না নিয়ে ঢাকা ছেড়ে বাবা মার্ কাছে যাবেন না নেহাত একদম দরকার না হলে। আর তাছাড়া এইবার জুলাই মাসের ২-৩ তারিখ থেকে আমরা স্টার্ট করবো , তাই কুরবানী ঈদ শেষ করে আসতে পারছেন আপনারা। তাই ৩ - ৪ মাস বাড়ি না গেলেও প্রব্লেম হবার কথা না। বাসায় বাবা মা কে বলে আসবেন, প্রব্লেম হবার কথা না। ২) মুশফিক স্যার ( আইটি বাংলাদেশ এর পরিচালক ) যেভাবে বলে সেইভাবে কাজ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আসবেন। ...
Red Prism Group is one of the best Data Science coaching in Noida, offering services from training to placement as part of the Data Science training program.
ReplyDelete