Course Content of IT Bangladesh

কোর্স কনটেন্ট দেখার পূর্বে আমাদের সম্পর্কে কিছু কথা, যা জানা আপনার প্রয়োজন মনে করি আমরা। 

কোন  কোর্স  আপনি  করবেন  ইন্ডাস্ট্রিয়াল  এটাচমেন্ট  এর  সময়  সেই  বিষয়ে  কিছু  কথা  

                                জানতে ক্লিক করুন এই লিংক এ


আমরা  কি সুবিধা দেই ?

আমরা আসলেই কোনো সুবিধা দেই না ,  বা আমাদের এইখানে ট্রেনিং  করলেজব নিশ্চিত এমন টা বলা কোনো ভাবেই আমাদের পক্ষে সম্ভব না।   কারণ আমাদের এইখানে ২০০ স্টুডেন্টডস আসলে আমরা সবাই কে জব দিয়ে দিবো এটা বলার নূন্নমতম সাহস আমাদের নেই।  জব মার্কেট এত সহজ না যে ভালোভাবে না শিখে কোনো রকম ৩ মাসের  একটা ট্রেনিং করে জব এ ঢুকে গেলাম তাহলে আর ডিপ্লোমা বিএসসি করার কোনো দরকার ছিল না কারো।  ট্রেনিং করেই টাকা রোজগার করা শুরু করে দিতাম।  আশা করি সত্যটা বুজাতে পেরেছি। 

 

আমরা যেটা দিতে পারি বা করি :

. আপনি যদি সত্যি পরিশ্রম করেন এবং ট্রেইনার যদি আপনার ট্রেনিং এর ফিডব্যাক ভালো দেন , তাহলে আপনাকে আমাদের বলতে হবে না , আমরা আমাদের নিজেদের স্বার্থেই আপনার সিভি নিয়ে কাজ করবো।  আমাদের রেফারেন্স আপনি জব পেলে সেটা আমাদের প্রতিষ্ঠানের জন্যই ভালো। ঐটাই  আমাদের মার্কেটিং। তবে কার সিভি নিয়ে কাজ করবো সেটা নির্ভর করে আপনার স্কিল এর উপর , আপনার ডেডিকেশন এর উপর। কারণ আমরা এমন কাউকে নিশ্চই কখনোই জব ইন্টারভিউ তে আমাদের রেফারেন্স এ পাঠাবো না যার ট্রেনিং এর ফিডব্যাক সন্তুষ্টজনক নয়।  তাকেই পাঠাবো আমাদের রেফারেন্স এ, যাকে পাঠালে আমাদের মান তিনি রক্ষা করতে পারবেন বলে দৃঢ় বিশ্বাস আছে আমাদের এবং  পরবর্তীতে ওই প্রতিষ্ঠানে আবারো অন্য কাউকে পাঠাতে পারি।   

 

. আপনি যদি রাজি থাকেন তাহলে আপনি অফিস এনভায়রনমেন্ট   আমাদের টীম এর সাথে বসে অফিস সময় সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত  কাজ করতে পারবেন। যারা এটা করবে তাদেরকে আমরা ট্রেনিং শেষে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট দিবো  যেমন - কেউ নেটওয়ার্কিং এর ট্রেনিং করলে  তাকে "Junior Support Engineer" , কেউ ডেভেলপমেন্ট এর ট্রেনিং করলে  তাকে "Junior Developer (Intern)" , কেউ ডিসাইন  এর ট্রেনিং করলে "Junior Designer (Intern)" . কোথাও যদি আপনার জব হয় তাহলে তারা যদি NOC  বা পূর্বের জব এক্সপেরিয়েন্স সার্টিফিকেট  চায় আমরা সেটা দিবো  ইনশা-আল্লাহ।  তবে শর্ত হচ্ছে - আমাদের রুলস মেনে আপনাকে আমাদের টীম এর সাথে কাজ করতে হবে। 


আমাদের  লোকেশন:

  ৫৫৮/চতুর্থ তলা , পূর্ব কাজিপাড়া , মিরপুর , ঢাকা - ১২১৬

        (কাজিপাড়া পূর্ব সাইড এর ব্যাঙ্ক এশিয়ার ঠিক বিপরীত বিল্ডিং )


কোর্স ফী টা একটু বেশি হয়ে যায় না?

  জি স্যার , কোর্স ফী টা একটু না, বেশ বেশি অন্নান্য ইনস্টিটিউট এর তুলনায়। একই কোর্স হয়তো আপনি আমাদের কোর্স ফী এর অর্ধেক ফী তেও পাবেন অন্য জায়গায় (যদিও কিছু জায়গায় একই কোর্স আমাদের তুলনায় আরো বেশি দেখতে পারেন)।  কিন্তু অন্যদের কথা আমরা জানি না বা বলতে যাবো না , আমরা চেষ্টা করি আপনার কাছ থেকে যা নিবো তার পুরোটাই যেন আপনি ফিডব্যাক হিসেবে পান , কম নিয়ে বেশি দেয়ার অসম্ভব কাজ টা অন্যরা করতে পারলেও  আমরা করতে পারি না। আমরা  পেমেন্ট এর ব্যাপারে যেমন কম্প্রোমাইস  করি না , তেমনি আল্লাহ চাহে তো - কোর্স এর মানের ব্যাপারেও কোনো রকম  কম্প্রোমাইস করি না।যদি আপনি মনে করেন কথা আর কাজের সাথে আমাদের অমিল আছে , তাহলে আপনার সময়ের দাম টা দিতে না পারলেও আপনি যা দিয়েছেন কোর্স ফী হিসেবে তার দ্বিগুন ফী ফেরত নিয়ে যাবেন।   


কোর্স চলাকালীন / শেষে কি পাবেন আপনি ?

   ১. কোর্স কম্প্লেশন সার্টিফিকেট 

   ২. অফিস এ  আমাদের টীম এর সাথে কাজ করার শর্তে ৩-৬ মাসের এক্সপেরিয়েন্স সার্টিফিকেট   

   ৩. যেকোনো সময় (পূর্ব থেকে অফিস কে জানাতে হবে ) ল্যাব এ কাজ করার সুযোগ।   

   ৪. নেটওয়ার্কিং এর ক্ষেত্রে   রিয়েল ডিভাইস এ কাজ করার সুযোগ 

   ৫. পারফরমেন্স ভালো হলে চাকরির ক্ষেত্রে সাহায্য করা 

   ৬. আজীবন হেল্পিং এনভায়রনমেন্ট


========================================================================================================================================================================

             For Polytechnic Students (Only During Industrial Attachment)

👇

Industrial Attachment Courses

Our Regular Courses
👇



Course Content in Details 


===========================================================================================================================================================================================================================

 [See the  Content by clicking Training Name which is BLUE coloured ]

[যদি আপনি কন্টেন্ট গুলো দেখতে চান , তাহলে "BLUE" কালারের লিংক এ ক্লিক করুন ]

Mobile Application Development Training



1.  Android Application Development Training with JAVA SE


2. iOS Development Training with Swift


3. Flutter Training


END

............................................................................................................................................................................................................................................................................................................................................


WEB  Development  Training


1. MERN Full Stack Development Training-Details


2. Full Stack Development with Python & Django


END

............................................................................................................................................................................................................................................................................................................................................


Design Training


1. Responsive WEB Design Training


2. UI/UX Design Training


3. Motion Graphics Training


For - CIVIL  &  Architecture Department 

4. AutoCAD 2D Training

5. AutoCAD 2D & 3D Training

6. 3Ds MAX Training


END

............................................................................................................................................................................................................................................................................................................................................


Hardware & Networking Training


Our YouTube Channel 

https://www.youtube.com/@Mdmushfiq111/playlists

1. Cisco Certified Network Associate Training


2. IT Support Essential Training


3. Mikrotik Training

 

4. Linux Training


END

............................................................................................................................................................................................................................................................................................................................................


Security Training


1. Cyber Security Training with Freelancing Idea



                                                                            END

............................................................................................................................................................................................................................................................................................................................................



Data Science Training


1. Data Science Training


END


............................................................................................................................................................................................................................................................................................................................................


Freelancing Training


1. Digital Marketing with Market Place Idea

2. Master Mind Digital Marketing Training


END

............................................................................................................................................................................................................................................................................................................................................













Comments

Popular posts from this blog

Some Questions for MTCNA Exam

Networking Questions