Posts

Showing posts from 2023
  আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন , আমরা সপ্তম সেমেস্টারের ছাত্র - ছাত্রীদের নিয়ে বরাবরের মতো "IT Bangladesh" এই বার ও আপনাদের কে নিয়ে অনলাইন সেশন এর আয়োজন করতে যাচ্ছি।  আমরা সেশন স্টার্ট করবো আপনারা যখন সপ্তম সেমিস্টারে উঠবেন তার ১/২ সপ্তাহ পর থেকেই ইনশা আল্লাহ।     এই সেশন এ থাকছে ----    (১) গ্রাফিক্স ডিজাইন  - ২৫ ঘন্টা     (২) ওয়েব ডিজাইন    - ২৫ ঘন্টা     (৩) জাভা ফর এন্ড্রোইড - ২৫ ঘন্টা     (৪) নেটওয়ার্কিং অ্যাডমিনিস্ট্রেশন - ৪০ ঘন্টা  যদি তোমরা অন্য কোনো ট্রেনিং করতে আগ্রহী হয়ে থাকো সেটাও আমাদেকে জানাতে পারো।  যদি ভালো মানের কোনো ট্রেইনার পাই , তাহলে সেটাও আমরা শুরু করবো ইনশা আল্লাহ।  কমেন্টস এ লিখতে পারো তোমাদের পছন্দের  ট্রেনিং এর নাম।  তবে সেটা  শুরু করবো কিনা কথা দিতে পারছি না।  ভালো মানের ট্রেইনার পাওয়া সাপেক্ষেই শুধু মাত্র আমরা শুরু করতে পারি , অন্যথায় শুরু করবো না।   আর এই সেশন এর জন্য আমরা ২ ভাবে পেমেন্ট নিচ্ছি ।  আপনি যেটা ইচ্ছা সেইভাবেই আমাদের সাথে যুক্ত হতে পারেন।  (১) ১০০০ টাকা।  যদি আপনি ভালোভাবে শেষ পর্যন্ত থাকেন ক্লাস এ এবং শিখেন তাহলে ৫০০ টাকা ফেরত প

Discussion on Protocols

Image
  FTP Protocol : ফাইল ট্রান্সফার এর ক্ষেত্রে এই প্রোটোকল ব্যবহার  করা হয়ে থাকে।  ট্রান্সফার অর্থ - ফাইল আপলোড অথবা ডাউনলোড করাকে বোঝায়।  যেমন - আমরা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করি বা ইউ টিউব এ ভিডিও আপলোড করে থাকি।  https://www.filehorse.com/ https://filehippo.com/ https://en.softonic.com/ https://getintopc.com/   উপরের সাইট গুলো থেকে আমরা যখন কোনো ফাইল বা সফটওয়্যার ডাউনলোড করে থাকি তখন তার ব্যাকএন্ড এ FTP প্রোটোকল ব্যবহার  করা হয়ে থাকে। ** আমরা ফাইল আপলোড বা ডাউনলোড এর জন্য বিভিন্ন প্রকার টুলস (ftp client) ব্যবহার করতে পারি , তার ভেতর একটা টুল আছে যার নাম - FileZilla ( https://filezilla-project.org/ ) এই ফাইল টা উপরের লিংক থেকে ডাউনলোড করে ইনস্টল করে ফেলবো সবাই আমরা আমাদের  PC তে। তারপর ওপেন করলে নিচের মতো একটা উইন্ডো আসবে।  যেখানে উপরে থাকবে কিছু অপসন - Host Name , Username ,  Password , Port এখন আমরা চাচ্ছি , আমাদের লোকাল মেশিন থেকে দূরের কোনো FTP সার্ভার এ আমার নিজের PC এর কিছু ফাইল আপলোড করবো।  সেইক্ষেত্রে  দূরের ওই FTP সার্ভার এর Host Name , Username ,  Password , Port এসাইন করে