Posts

Folder Sharing Process

Image
  ফোল্ডার শেয়ারিং এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গুলো নিচে দেয়া হলো : (১) আমরা যদি শুধুমাত্র ২ টি PC এর মাঝে শেয়ারিং করতে চাই তাহলে ২ PC কে ইথারনেট ক্যাবল দ্বারা প্রথমে কানেক্ট করতে হবে।  আর যদি ২ এর অধিক PC কে শেয়ারিং এর আওতায় আন্তে চাই তাহলে একটি সুইচ এর মাধ্যমে PC গুলোকে ইথারনেট ক্যাবল দ্বারা কানেক্ট করতে হবে।  আর যদি laptop এর মাধ্যমে শেয়ারিং করতে চাই তাহলে ক্যাবল ছাড়াও হবে যদি  তারা একই  wifi রাউটার এর সাথে কানেক্ট থেকে IP ইনফরমেশন পেয়ে থাকে। আর যদি wifi না থাকে তাহলে তাদেরকেও ডেস্কটপ মেশিনের মতো করে ইথারনেট ক্যাবল দ্বারা কানেক্ট করতে হবে।   (২) যদি আপনি ইথারনেট ক্যাবল এর মাধ্যমে কানেক্ট করে থাকেন , তাহলে এখন কাজ হচ্ছে - একই নেটওয়ার্ক এর ভিন্ন ভিন্ন  আইপি বসানো PC গুলোতে। (৩) আইপি বসানোর পরে সব PC তেই  " Turn on File & Printer Sharing " অপশনটি এনাবল করতে হবে . তা না হলে আইপি ঠিক ভাবে বসানো হলেও আপনি একে অপরকে পিং করে পাবেন না।  সব ডিভাইস এটি এনাবল করার পরে আপনি সব PC থেকে একে অপরকে একটু পিং করে দেখুন যাতে কানেক্টিভিটি  ঠিক আছে সেটা নিশ্চিত হওয়া যায়।  Open Network & In

Protocols of Application Layer

Image
  আমরা এপ্লিকেশন লেয়ার এর প্রোটোকল গুলো একটা ছোট্ট টাস্ক এর মাধ্যমে মনে রাখার চেষ্টা করবো এখন।  টাস্ক : আপনাকে বলা হলো , আপনি আজ বিকাল ৫ টায় সিলেট ব্রাঞ্চের একটা সিসকো রাউটার এ রিমোটলি  ঢুকে কিছু ভিপিএন কনফিগার করে দিবেন। এটাই আপনার ছোট্ট একটা টাস্ক যেটা আপনাকে ইমেইল এর মাধ্যমে জানানো হয়েছে।  আসুন এখন দেখি তাহলে , এই টাস্ক টি সম্পূর্ণ করার জন্য আপনাকে কখন এবং  কি কি প্রোটোকল ব্যবহার করতে হবে।   এই টাস্ক টি সম্পূর্ণ করার জন্য আপনি প্রথমে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ ওপেন করে দেখুন যে আপনার PC তে IP কনফিগারেশন ঠিক ভাবে রাউটার থেকে পেয়েছে কিনা। অর্থাৎ রাউটার আপনাকে IP , Subnet Mask , Gateway , DNS এর IP ঠিক ভাবে দিয়েছে কিনা।  এটা আসলে কিভাবে সম্ভব ?   আপনার PC যখন আপনি ওপেন করলেন তখন আপনার PC থেকে একটা রিকোয়েস্ট সার্ভার এর কাছে যাচ্ছে এই বলে যে - আপনার উত্তরের তথ্য গুলো দরকার। এটাকে আমরা বলছি DHCP রিকোয়েস্ট। আপনার PC যেহেতু এই রিকোয়েস্ট টি করছে , সো আপনার PC হচ্ছে DHCP  ক্লায়েন্ট।  DHCP ক্লায়েন্ট এর পোর্ট নম্বর হচ্ছে - ৬৮।  আর আপনাকে যে সার্ভার এই তথ্য দিচ্ছে সে হচ্ছে DHCP সার্ভার।  DHCP সার্

ডিপ্লোমা লেভেল এর ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট এ আসার পূর্বে একটু ভেবে আসার অনুরোধ রইলো

Image
আসসালামু আলাইকুম , আইটি বাংলাদেশ এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা ভালো ভাবে পড়াশোনা করছেন।  আপনারা অনেকেই ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট এ আইটি বাংলাদেশ এ আসার জন্য আগ্রহ প্রকাশ করছেন।  সেটা সত্যি আমাদের জন্য ভালো লাগার বিষয়।  তবে কিছু  বিষয় আপনাদের কে জানিয়ে রাখা ভালো মনে করছি । আপনারা  যদি আইটি বাংলাদেশ এ আসেন তাহলে মন মানুষিকতা একটু পরিবর্তন করে আসার চেষ্টা করবেন।               আইটি বাংলাদেশ এর পক্ষ থেকে আপনাদেরকে সেই বিষয় গুলো একটু জানাচ্ছি      ১) আপনি জব না নিয়ে ঢাকা ছেড়ে বাবা মার্ কাছে যাবেন না নেহাত একদম দরকার না হলে। আর তাছাড়া এইবার জুলাই মাসের ২-৩ তারিখ থেকে আমরা স্টার্ট করবো , তাই কুরবানী ঈদ শেষ করে আসতে পারছেন আপনারা।  তাই ৩ - ৪ মাস বাড়ি না গেলেও প্রব্লেম হবার কথা না। বাসায় বাবা মা কে  বলে আসবেন, প্রব্লেম হবার কথা না।        ২) মুশফিক স্যার  ( আইটি বাংলাদেশ এর পরিচালক )   যেভাবে বলে সেইভাবে কাজ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আসবেন।   হাজার কষ্ট হলেও কাজ শেষ করবেন। সামন্য মাথা ব্যাথা , পেট ব্যাথা , জ্বর এইগুলোর দোহাই দিয়ে ক্লাস মিস করতে পারবেন না। যত কষ্টই হোক,
  আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন , আমরা সপ্তম সেমেস্টারের ছাত্র - ছাত্রীদের নিয়ে বরাবরের মতো "IT Bangladesh" এই বার ও আপনাদের কে নিয়ে অনলাইন সেশন এর আয়োজন করতে যাচ্ছি।  আমরা সেশন স্টার্ট করবো আপনারা যখন সপ্তম সেমিস্টারে উঠবেন তার ১/২ সপ্তাহ পর থেকেই ইনশা আল্লাহ।     এই সেশন এ থাকছে ----    (১) গ্রাফিক্স ডিজাইন  - ২৫ ঘন্টা     (২) ওয়েব ডিজাইন    - ২৫ ঘন্টা     (৩) জাভা ফর এন্ড্রোইড - ২৫ ঘন্টা     (৪) নেটওয়ার্কিং অ্যাডমিনিস্ট্রেশন - ৪০ ঘন্টা  যদি তোমরা অন্য কোনো ট্রেনিং করতে আগ্রহী হয়ে থাকো সেটাও আমাদেকে জানাতে পারো।  যদি ভালো মানের কোনো ট্রেইনার পাই , তাহলে সেটাও আমরা শুরু করবো ইনশা আল্লাহ।  কমেন্টস এ লিখতে পারো তোমাদের পছন্দের  ট্রেনিং এর নাম।  তবে সেটা  শুরু করবো কিনা কথা দিতে পারছি না।  ভালো মানের ট্রেইনার পাওয়া সাপেক্ষেই শুধু মাত্র আমরা শুরু করতে পারি , অন্যথায় শুরু করবো না।   আর এই সেশন এর জন্য আমরা ২ ভাবে পেমেন্ট নিচ্ছি ।  আপনি যেটা ইচ্ছা সেইভাবেই আমাদের সাথে যুক্ত হতে পারেন।  (১) ১০০০ টাকা।  যদি আপনি ভালোভাবে শেষ পর্যন্ত থাকেন ক্লাস এ এবং শিখেন তাহলে ৫০০ টাকা ফেরত প

Discussion on Protocols

Image
  FTP Protocol : ফাইল ট্রান্সফার এর ক্ষেত্রে এই প্রোটোকল ব্যবহার  করা হয়ে থাকে। এইখানে   ট্রান্সফার অর্থ - ফাইল আপলোড অথবা ডাউনলোড করাকে বোঝায়।  যেমন - আমরা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করি বা ইউটিউব এ ভিডিও আপলোড করে থাকি।  https://www.filehorse.com/ https://filehippo.com/ https://en.softonic.com/ https://getintopc.com/   উপরের সাইট গুলো থেকে আমরা যখন কোনো ফাইল বা সফটওয়্যার ডাউনলোড করে থাকি তখন তার ব্যাকএন্ড এ FTP প্রোটোকল ব্যবহার  করা হয়ে থাকে। ** আমরা ফাইল আপলোড বা ডাউনলোড এর জন্য বিভিন্ন প্রকার টুলস (ftp client) ব্যবহার করতে পারি , তার ভেতর একটা টুল আছে যার নাম - FileZilla ( https://filezilla-project.org/ ) এই ফাইল টা উপরের লিংক থেকে ডাউনলোড করে ইনস্টল করে ফেলবো সবাই আমরা আমাদের  PC তে। তারপর ওপেন করলে নিচের মতো একটা উইন্ডো আসবে।  যেখানে উপরে থাকবে কিছু অপসন - Host Name , Username ,  Password , Port এই ৪ টা অপসন থাকবে। এখন আমরা চাচ্ছি , আমাদের লোকাল মেশিন থেকে দূরের কোনো FTP সার্ভার এ আমার নিজের PC এর কিছু ফাইল আপলোড করবো।  সেইক্ষেত্রে  দূরের ওই FTP সার্ভার এর Host Name , Usernam