Posts

Showing posts from 2024

Folder Sharing Process

Image
  ফোল্ডার শেয়ারিং এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গুলো নিচে দেয়া হলো : (১) আমরা যদি শুধুমাত্র ২ টি PC এর মাঝে শেয়ারিং করতে চাই তাহলে ২ PC কে ইথারনেট ক্যাবল দ্বারা প্রথমে কানেক্ট করতে হবে।  আর যদি ২ এর অধিক PC কে শেয়ারিং এর আওতায় আন্তে চাই তাহলে একটি সুইচ এর মাধ্যমে PC গুলোকে ইথারনেট ক্যাবল দ্বারা কানেক্ট করতে হবে।  আর যদি laptop এর মাধ্যমে শেয়ারিং করতে চাই তাহলে ক্যাবল ছাড়াও হবে যদি  তারা একই  wifi রাউটার এর সাথে কানেক্ট থেকে IP ইনফরমেশন পেয়ে থাকে। আর যদি wifi না থাকে তাহলে তাদেরকেও ডেস্কটপ মেশিনের মতো করে ইথারনেট ক্যাবল দ্বারা কানেক্ট করতে হবে।   (২) যদি আপনি ইথারনেট ক্যাবল এর মাধ্যমে কানেক্ট করে থাকেন , তাহলে এখন কাজ হচ্ছে - একই নেটওয়ার্ক এর ভিন্ন ভিন্ন  আইপি বসানো PC গুলোতে। (৩) আইপি বসানোর পরে সব PC তেই  " Turn on File & Printer Sharing " অপশনটি এনাবল করতে হবে . তা না হলে আইপি ঠিক ভাবে বসানো হলেও আপনি একে অপরকে পিং করে পাবেন না।  সব ডিভাইস এটি এনাবল করার পরে আপনি সব PC থেকে একে অপরকে একটু পিং করে দেখুন যাতে কানেক্টিভিটি  ঠিক আছে স...

Protocols of Application Layer

Image
  আমরা এপ্লিকেশন লেয়ার এর প্রোটোকল গুলো একটা ছোট্ট টাস্ক এর মাধ্যমে মনে রাখার চেষ্টা করবো এখন।  টাস্ক : আপনাকে বলা হলো , আপনি আজ বিকাল ৫ টায় সিলেট ব্রাঞ্চের একটা সিসকো রাউটার এ রিমোটলি  ঢুকে  ভিপিএন কনফিগার করে দিবেন। এটাই আপনার ছোট্ট একটা টাস্ক যেটা আপনাকে ইমেইল এর মাধ্যমে জানানো হয়েছে।  আসুন এখন দেখি তাহলে , এই টাস্ক টি সম্পূর্ণ করার জন্য আপনাকে কখন এবং  কি কি প্রোটোকল ব্যবহার করতে হবে।   এই টাস্ক টি সম্পূর্ণ করার জন্য আপনি প্রথমে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ ওপেন করে দেখুন যে আপনার PC তে IP কনফিগারেশন ঠিক ভাবে রাউটার থেকে পেয়েছে কিনা। অর্থাৎ রাউটার আপনাকে IP , Subnet Mask , Gateway , DNS এর IP ঠিক ভাবে দিয়েছে কিনা।  এটা আসলে কিভাবে সম্ভব ?   আপনার PC যখন আপনি ওপেন করলেন তখন আপনার PC থেকে একটা রিকোয়েস্ট সার্ভার এর কাছে যাচ্ছে এই বলে যে - আপনার উত্তরের তথ্য গুলো দরকার। এটাকে আমরা বলছি DHCP রিকোয়েস্ট। আপনার PC যেহেতু এই রিকোয়েস্ট টি করছে , সো আপনার PC হচ্ছে DHCP  ক্লায়েন্ট।  DHCP ক্লায়েন্ট এর পোর্ট নম্বর হচ্ছে - ৬৮।  আর আপনাকে...

ডিপ্লোমা লেভেল এর ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট এ আসার পূর্বে একটু ভেবে আসার অনুরোধ রইলো

Image
আসসালামু আলাইকুম , আইটি বাংলাদেশ এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা ভালো ভাবে পড়াশোনা করছেন।  আপনারা অনেকেই ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট এ আইটি বাংলাদেশ এ আসার জন্য আগ্রহ প্রকাশ করছেন।  সেটা সত্যি আমাদের জন্য ভালো লাগার বিষয়।  তবে কিছু  বিষয় আপনাদের কে জানিয়ে রাখা ভালো মনে করছি । আপনারা  যদি আইটি বাংলাদেশ এ আসেন তাহলে মন মানুষিকতা একটু পরিবর্তন করে আসার চেষ্টা করবেন।               আইটি বাংলাদেশ এর পক্ষ থেকে আপনাদেরকে সেই বিষয় গুলো একটু জানাচ্ছি      ১) আপনি জব না নিয়ে ঢাকা ছেড়ে বাবা মার্ কাছে যাবেন না নেহাত একদম দরকার না হলে। আর তাছাড়া এইবার জুলাই মাসের ২-৩ তারিখ থেকে আমরা স্টার্ট করবো , তাই কুরবানী ঈদ শেষ করে আসতে পারছেন আপনারা।  তাই ৩ - ৪ মাস বাড়ি না গেলেও প্রব্লেম হবার কথা না। বাসায় বাবা মা কে  বলে আসবেন, প্রব্লেম হবার কথা না।        ২) মুশফিক স্যার  ( আইটি বাংলাদেশ এর পরিচালক )   যেভাবে বলে সেইভাবে কাজ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আসবেন। ...