Folder Sharing Process
ফোল্ডার শেয়ারিং এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গুলো নিচে দেয়া হলো : (১) আমরা যদি শুধুমাত্র ২ টি PC এর মাঝে শেয়ারিং করতে চাই তাহলে ২ PC কে ইথারনেট ক্যাবল দ্বারা প্রথমে কানেক্ট করতে হবে। আর যদি ২ এর অধিক PC কে শেয়ারিং এর আওতায় আন্তে চাই তাহলে একটি সুইচ এর মাধ্যমে PC গুলোকে ইথারনেট ক্যাবল দ্বারা কানেক্ট করতে হবে। আর যদি laptop এর মাধ্যমে শেয়ারিং করতে চাই তাহলে ক্যাবল ছাড়াও হবে যদি তারা একই wifi রাউটার এর সাথে কানেক্ট থেকে IP ইনফরমেশন পেয়ে থাকে। আর যদি wifi না থাকে তাহলে তাদেরকেও ডেস্কটপ মেশিনের মতো করে ইথারনেট ক্যাবল দ্বারা কানেক্ট করতে হবে। (২) যদি আপনি ইথারনেট ক্যাবল এর মাধ্যমে কানেক্ট করে থাকেন , তাহলে এখন কাজ হচ্ছে - একই নেটওয়ার্ক এর ভিন্ন ভিন্ন আইপি বসানো PC গুলোতে। (৩) আইপি বসানোর পরে সব PC তেই " Turn on File & Printer Sharing " অপশনটি এনাবল করতে হবে . তা না হলে আইপি ঠিক ভাবে বসানো হলেও আপনি একে অপরকে পিং করে পাবেন না। সব ডিভাইস এটি এনাবল করার পরে আপনি সব PC থেকে একে অপরকে একটু পিং করে দেখুন যাতে কানেক্টিভিটি ঠিক আছে স...