Posts

Showing posts from 2023
  আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন , আমরা সপ্তম সেমেস্টারের ছাত্র - ছাত্রীদের নিয়ে বরাবরের মতো "IT Bangladesh" এই বার ও আপনাদের কে নিয়ে অনলাইন সেশন এর আয়োজন করতে যাচ্ছি।  আমরা সেশন স্টার্ট করবো আপনারা যখন সপ্তম সেমিস্টারে উঠবেন তার ১/২ সপ্তাহ পর থেকেই ইনশা আল্লাহ।     এই সেশন এ থাকছে ----    (১) গ্রাফিক্স ডিজাইন  - ২৫ ঘন্টা     (২) ওয়েব ডিজাইন    - ২৫ ঘন্টা     (৩) জাভা ফর এন্ড্রোইড - ২৫ ঘন্টা     (৪) নেটওয়ার্কিং অ্যাডমিনিস্ট্রেশন - ৪০ ঘন্টা  যদি তোমরা অন্য কোনো ট্রেনিং করতে আগ্রহী হয়ে থাকো সেটাও আমাদেকে জানাতে পারো।  যদি ভালো মানের কোনো ট্রেইনার পাই , তাহলে সেটাও আমরা শুরু করবো ইনশা আল্লাহ।  কমেন্টস এ লিখতে পারো তোমাদের পছন্দের  ট্রেনিং এর নাম।  তবে সেটা  শুরু করবো কিনা কথা দিতে পারছি না।  ভালো মানের ট্রেইনার পাওয়া সাপেক্ষেই শুধু মাত্র আমরা শুরু করতে পারি , অন্যথায় শুরু করবো না।   আর এই সেশন এর জন্য আমরা ২ ভাবে পেমেন্ট নিচ্ছি ।  আপনি যেটা ইচ...

Discussion on Protocols

Image
  DHCP সার্ভার কি ? à DHCP এর পূর্ণরূপ হলো – Dynamic Host Configuration Protocol --- এটা OSI মডেল এর এপ্লিকেশন   লেয়ার এ কাজ করে। à DHCP এর মাধ্যমে আমরা ক্লায়েন্ট (PC/ ল্যাপটপ /IP ফোন / নেটওয়ার্ক প্রিন্টার / নেটওয়ার্ক ক্যামেরা ও অন্যান্য নেটওয়ার্ক এর একটিভ ডিভাইস ) এর মধ্যে IP/Subnetmask/ গেটওয়ে /dns server এর এড্রেস প্রভাইড করতে পারি। à DHCP ট্রান্সপোর্ট লেয়ার এর UDP প্রোটোকল এর মাধ্যমে কাজ করে। à DHCP সার্ভার UDP পোর্ট ৬৭ ( সার্ভার ) এবং ৬৮ ( ক্লায়েন্ট ) এর মাধ্যমে ক্লায়েন্ট সার্ভার এর মধ্যে কমিউনিকেশন করে। DHCP কেন ব্যবহার করা হয় ? ধরুন আপনি কোনো একটা organzation এর সাপোর্ট ইঞ্জিনিয়ার এবং সেই organization এ প্রায় ২০০ ক্লায়েন্ট আছে। আপনাকে প্রতিনিয়ত ক্লায়েন্ট এর মাঝে IP/DNS/GW/DNS domain কনফিগার করতে হয়। তে এতবড় কাজ করা একটা সময় সময়ের ব্যাপার এবং কষ্ট সাধ্য ব্যাপার । সে ক্ষেত্রে আপনার নেটওয়ার্ক এ যদি একটা DHCP সার্ভার রাখেন এবং DHCP সার্ভার ক্লায়েন্ট এর মাঝে কি কি provide কর...