Discussion on Protocols
DHCP সার্ভার কি ? à DHCP এর পূর্ণরূপ হলো – Dynamic Host Configuration Protocol --- এটা OSI মডেল এর এপ্লিকেশন লেয়ার এ কাজ করে। à DHCP এর মাধ্যমে আমরা ক্লায়েন্ট (PC/ ল্যাপটপ /IP ফোন / নেটওয়ার্ক প্রিন্টার / নেটওয়ার্ক ক্যামেরা ও অন্যান্য নেটওয়ার্ক এর একটিভ ডিভাইস ) এর মধ্যে IP/Subnetmask/ গেটওয়ে /dns server এর এড্রেস প্রভাইড করতে পারি। à DHCP ট্রান্সপোর্ট লেয়ার এর UDP প্রোটোকল এর মাধ্যমে কাজ করে। à DHCP সার্ভার UDP পোর্ট ৬৭ ( সার্ভার ) এবং ৬৮ ( ক্লায়েন্ট ) এর মাধ্যমে ক্লায়েন্ট সার্ভার এর মধ্যে কমিউনিকেশন করে। DHCP কেন ব্যবহার করা হয় ? ধরুন আপনি কোনো একটা organzation এর সাপোর্ট ইঞ্জিনিয়ার এবং সেই organization এ প্রায় ২০০ ক্লায়েন্ট আছে। আপনাকে প্রতিনিয়ত ক্লায়েন্ট এর মাঝে IP/DNS/GW/DNS domain কনফিগার করতে হয়। তে এতবড় কাজ করা একটা সময় সময়ের ব্যাপার এবং কষ্ট সাধ্য ব্যাপার । সে ক্ষেত্রে আপনার নেটওয়ার্ক এ যদি একটা DHCP সার্ভার রাখেন এবং DHCP সার্ভার ক্লায়েন্ট এর মাঝে কি কি provide কর...